নকলায় শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক ফলজ গাছের চারা বিতরণ

নকলায় শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক ফলজ গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার গণপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে একটি করে চারা তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে গাছের বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডপস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া (বিএসপি)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবিকা রাজিয়া সামাদ ডালিয়া।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবিকা ও ভবিষ্যতের নিরাপত্তাও নিশ্চিত করে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার।

এসময় গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *