নকলায় বাবার বাড়িতে বেড়াতে এসে মেয়ের মৃত্যু

নকলায় বাবার বাড়িতে বেড়াতে এসে মেয়ের মৃত্যু

শেরপুর জেলার নকলা উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিপা কয়েকদিন আগে তার ২ সন্তান ও স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বিকেলে বিদ্যুৎ চালিত পানির মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান আহত নারীকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন।

নকলা সরকারি হাজী জাল মামুদ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ ইবনে ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত নিপা সম্পর্কে আমার চাচাতো বোন হয়। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তার স্বামী উজ্জল মিয়ার পা ভেঙে যায়। সে এখনো পূর্ণ বিশ্রামে আছেন। আজ বিদ্যুৎস্পৃষ্টে নিপার মৃত্যু হলো। এতে পরিবারে শোকের ছায়া নেমে এলো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *