নকলায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

নকলায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

নকলা সংবাদদাতা: শেরপুরের নকলায় চতুর্থ পর্যায়ে ১৫০ জন গৃহহীন ও ভূমিহীনরা পেল স্বপ্নের ঠিকানা। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ২২মার্চ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর পরই সারা দেশের ন্যায় নকলা উপজেলার উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘরের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি (মোবাইল ফোনে), অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন (সার্বিক/রাজস্ব), উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *