ঝিনাইগাতী সংবাদদাতা : নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ ডিসেম্বর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদর থানা পুলিশ ও ঝিনাইগাতী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরও জানান, শাওনকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

