কুষ্টিয়ায় প্রত্যয় যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংবর্ধিত হলেন ৫ গুনি ব্যক্তিত্ব-সত্যবয়ান

কুষ্টিয়ায় প্রত্যয় যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংবর্ধিত হলেন ৫ গুনি ব্যক্তিত্ব-সত্যবয়ান

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া||সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের গুনিজন সংবর্ধান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে শনিবার বিকেলে, সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও প্রত্যয় যুব সংঘের সভাপতি এস.এম সুমনের সঞ্চালনায় গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, করোনাকালে গুরুত্বপূর্ণ অবদানে স্বাচিপের সভাপতি ডাঃ এ.এফএম আমিনুল হক রতন, বাংলাদেশের শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পীর পুরস্কার পাওয়ায় জনপ্রিয় সংগীত শিল্পী শফি মন্ডল, নারী সাংবাদিকতায় ভুমিকা রাখায় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, লালন সংগীতে অবদান রাখায় বাউল টুনটুন শাহ-কে গুনিজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মোফাজ্জেল হক, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রত্যয় যুব সংঘের উপদেষ্টা আসলাম টিটু মোল্লা, আল-আমিন জুট মিলের ম্যানেজিং ডিরেক্টর ইসতিয়াক আহমেদ সজিব, এমআর গ্রুপের চেয়ারম্যান মীর নাছের হোসেন ইমরান, বিশিষ্ট তরুন সমাজসেবক ওহিদুল ইসলাম। প্রত্যয় যুব সংঘের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, প্রত্যয় লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২২ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট কবি অরন্য মজিদ, নারী নেত্রী কবি শ্যামলী ইসলাম, সংগীত শিল্পী এসএ সঞ্চয়। এছাড়াও অনুষ্ঠানে প্রত্যয় যুব সংঘের সহ সভাপতি শাহনাজ সুলতানা বনি, তামজিদ বিশ্বাস তনু, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাব্বি সহ সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গুনিজন সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক লাখোকন্ঠ পত্রিকা।

সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কন্সফারেন্সে যুক্ত হন প্রত্যয় যুব সংঘের প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী শফি মন্ডল, বাউল টুনটুন শাহ, এসএ সঞ্চয় সহ জাতীয় ও স্থানীয় সংগীতশিল্পী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *