করুয়া বাজার শাখা ব্যবস্থাপকের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক

করুয়া বাজার শাখা ব্যবস্থাপকের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক

বুলবুল আহম্মেদ: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার করুয়া বাজার শাখায় বাংলাদেশ কৃষি ব্যাংক দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে,পাশাপাশি করুয়া ও তার আশেপাশে এলাকার প্রতিটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ঐ এলাকার প্রত্যেকটি জনগনের চাহিদা সম্পুর্ণ করার চেষ্টায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন করুয়া বাজার শাখার ব্যাবস্থাপক মো. রফিকুল ইসলাম। গত ২৫ মে বাংলাদেশ কৃষি ব্যাংক করুয়া বাজার শাখায় সাংবাদিকরা উপস্থিত হয়ে গ্রাহকদের উপস্থিতিতে কর্মমুখর পরিবেশ লক্ষ করেন। দেখা যায় শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি মিটিংয়ে যুক্ত থেকে শাখার বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরে মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি জানান, শাখাটি কৃষিঋন বিতরণে লক্ষমাত্রা ৯৯%, মোট ঋনবিতরন শাখার লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৪%, মন্দ ও খেলাপি ঋন আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৬%, মোট ঋন আদায় শাখার লক্ষ্য মাত্রার বিপরীতে ৪৫%, বৈদেশিক রেমিট্যান্স লক্ষমাত্রার বিপরীতে ৫২%, শাখাটি গত অর্থবছরের চেয়ে লস কমেছে ৭৫.০০ লক্ষ টাকা, আমানত সংগ্রহ হয়েছে ৩৩%, তিনি আরও বলেন, সার্বিক সূচকে শাখাটি গতবছর এইদিনের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।

অঞ্চল প্রধান মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জামাল উদ্দিন এর সুচিন্তিত দিক নির্দেশনায় শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম গত ২৭ মার্চ ২০২৩ যোগদান করে মাঠ কর্মকর্তা নাজমুল ইসলাম এর সহযোগিতায় অক্লান্ত পরিশ্রম করে বিগত ১৬ এপ্রিল এর শুভ হালখাতা ও ১৫ মে মধুমেলায় ব্যাংকের চিরাচরিত ধারাবাহিক প্রোগামে ঋন বিতরন, ঋন আদায়, আমানত সংগ্রহ ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে উল্লেখ যোগ্য অর্জন করে। এলাকার সাধারণ কৃষক ও ব্যবসায়ীদের সাথে আলোচনায় জানা যায়, ব্যাংকটি একটি স্থবির অবস্থা থেকে বর্তমান কর্মমুখর অবস্থায় উপনীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *