২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসবিরোধী সমাবেশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপর ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট সোমবার বিকেলে জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।

শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু, জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য।

সভাপতির বক্তব্যে হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন, সেদিনের ওই ন্যাক্কারজনক হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। ১৫ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। অথচ বিএনপি এখন তাদের দোসর জামায়াতকে নিয়ে দেশরক্ষার নামে গণতন্ত্রের কথা বলে। বিএনপির মুখে গণতন্ত্রের ছবক মানায় না। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা ঘোলা পানিতে শিকারের ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বলেন, সেদিন বিএনপি-জামায়াত জোট চক্র আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে নজিরবিহীন সন্ত্রাস কায়েম করেছিল। হামলার মূল টার্গেট ছিলেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। গ্রেনেড হামলার মতো নারকীয় সন্ত্রাসে প্রত্যক্ষ মদদ দেওয়ায় বাংলার মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখান করেছে।

সমাবেশে জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেদ, এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম সম্পাদক এডভোকেট সব্রত দে ভানু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামীম আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এমএ বারেক তোতা, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, পৌর আওয়ামী লীগ সভাপতি প্রকাশ দত্ত, সাবেক সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি,  জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক নাছরিন বেগম ফাতেমা, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমুসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *