শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা কুরুয়া পশ্চিম পাড়াতে অনুষ্ঠিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি বুধবার রাতে।
উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদারের সভাপতিত্বে উক্ত সাংস্কৃতিক সন্ধার শুভ উদ্বোধন করেন কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান খান, গোসাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল আশিক, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা।
এজেড রুমানের উপস্থাপনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী।
এতে গভীর রাত পর্যন্ত গান পরিবেশন করেন শ্রীবরদী উপজেলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্তি সরকার, মেরিনা সহ আগত শিল্পীরা। এসময় কয়েক হাজার নারী ও পুরুষ দর্শক গান উপভোগ করেন ।