শ্রীবরদী সংবাদদাতা :শেরপুরের শ্রীবরদী উপজেলার বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৪ মার্চ সোমবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইফতেখার ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সালেম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন সাগর।

এ সময় উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. বনিজ উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মুরাদ আলী সরকার সাজু, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান দুলাল, সহকারী শিক্ষক ইজ্জত আলী সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।