স্টাফ রিপোর্টার : বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর শেরপুর জেলা শহর জুড়ে সৃষ্টি হয় যানজট। যানজট নিরসনে স্বেচ্ছায় কাজ করছেন কিছু স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবীরা রোদ ও বৃষ্টিতে দিনভর কাজ করায় ১০ আগস্ট শনিবার দুপুরে স্বেচ্ছাসেবী ও আনসার বাহিনীদের তরল খাবার প্রদান করেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন।
এবিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহনূর রোশান মাহিন জানান, আমাদের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত ভাইয়ের সৌজন্যে স্বেচ্ছায় রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে রাস্তায় সুশৃঙ্খলভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে থানা মোড় থেকে খরমপুর পর্যন্ত দায়িত্বরত সকলের খোজখবর নেন এবং স্বেচ্ছায় শ্রম দেওয়ার তাদেরকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, আমরা স্বেচ্ছাসেবী ও আনসারদের মাঝে কোমল পানীয়, কেক ও চকলেট বিতরণ করা হয়। এসময় ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।