শেরপুরে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

শেরপুরে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মে বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষে জেলার ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে¡ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান। এসময় তিনি জেলার ভূমি কর্মকর্তাদের জমি-জমা, ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্তসহ বর্ণনা করেন।

বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্খ শেখর ভৌমিক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাহিদ হোসেন পনির পিএএ, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব সেলিম আহমদ প্রমুখ।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, সিনিয়র সহকারী কমিশনার (প্রশিক্ষণ) তনিমা আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জ্বল হোসেন, সিনিয়র সহকারী কমিশনার অনুপম দাস অনুপসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও জেলার সকল ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাশলেস ভূমি সেবা প্রশিক্ষণ কর্মশালায় বর্তমান সরকারের ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করেন। নাগরিক সেবা প্রদানে নামজারি, অনলাইনে পর্চা বিতরণ, হোল্ডিং ট্যাক্স, নকশা সরবরাহ সহ সকল সেবা ক্যাশলেস করা হচ্ছে। নাগরিকগণ এখন ভূমি অফিসে না গিয়ে অনলাইনে সেবা নিতে পারছেন। ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ দেখানোর প্রয়োজন নাই। অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকি এর মাধ্যমে সরকারি ফি পরিশোধ করা যাচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি ভূমি সেবা পেতে সকল নাগরিক এখন ক্যাশলেস ভূমি সেবা পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *