বুলবুল আহম্মেদ :জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে শেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
এসময় সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ছামিউল হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।