স্টাফ রিপোর্টার : শেরপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবু বক্করের ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার ৩ জুলাই দিনব্যাপী কর্মসূচী অংশ হিসেবে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়াও সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর হাফিজিয়া মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আবু বক্কর শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্সেও। এছাড়াও বিভিন্ন সংগঠনে তার স্বতস্ফুর্ত অংশগ্রহণ এবং সামাজিক ও ধর্মীও প্রতিষ্ঠানে নিরলস ভাবে দায়িত্বের সাথে কাজ করেছেন। ব্যক্তি জীবনে তিনি ৬জন পুত্র সন্তান ও ৩ জন কন্যা সন্তানের জনক ছিলেন।তিনি পৌর শহরস্থ মীরগঞ্জ মহল্লায় তার নিজ বাড়ীতে বসবাস করতেন।

প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার জন্য তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।