বুলবুল আহম্মেদ :শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে নকশা বহির্ভূত খনন কাজ চালানোর অভিযোগে মানব বন্ধন কর্মসুচি পালন করেছে নদি পাড়ের দুই গ্রামের মানুষ। তাদের অভিযোগ পুরাতন ব্রহ্মপুত্র নদীর বিআরএস দাগ অনুসরণ না করে দিয়ারা জরিপ অনুসরণ করে খনন করা হলে গ্রামের পর গ্রাম ক্ষতিগ্রস্ত হবে হারাবে রেকর্ডীয় জমি এবং বসতবাড়ি। এরই প্রতিবাদে দুই গ্রামের মানুষ মানববন্ধন করেছে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে।
মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা জানান, গত দুই বছরে চুনিয়ারচর ও বাগলগড় গ্রামের শতাধিক বসতবাড়ি ফসলিজমি মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়েছে। তাদের অভিযোগ দিয়ারা পদ্ধতিতে যদি নদী খনন কাজ চলে তবে অচিরেই হারিয়ে যাবে গ্রাম দুটির শত শত একর জমি ও বসতভিটা। তাই প্রশাসনের নিকট তাদের দাবি পূর্বের বিআরএস নকশা অনুযায়ী নদীর যে গতিপথ রয়েছে সে জায়গাটি খনন কাজ করে নদীর নাব্যতা ঠিক রাখা। অন্যথায় তারা বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন।

