শেরপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বুলবুল আহম্মেদ :বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে জেলা ছাত্রদলের পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহম্মেদ সিদ্দিক বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল।

এসময় তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, সামাজিক দায়বদ্ধতাও পালন করি। দেশের বর্তমান জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা শুধু প্রতীকী নয়, বরং ধারাবাহিকভাবে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রাসেল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, ভাতশালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মনির হোসেনসহ শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সহ তরুণ প্রজন্মের ছাত্ররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *