স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী থানায় পৃথক অভিযানে বিপুল পরিমান জব্দকৃত মদ, ইয়াবা ট্যাবেলট ও ফেনসিডিল ১৩ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেষা গ্রামে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালায়। এসময় নালিতাবাড়ী উপজেলার খলচান্দা গ্রাম থেকে ৬৪৮ বোতল ভারতীয় ওল্ডমনথ মদ ও ৪৭ বোতল রয়েল স্ট্যাগ মদ এবং ৩৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়াও ঝিনাইগাতী উপজেলাতে সোনাবাহিনীর সদস্যরা ৩২০ পিস ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসব মাদকদ্রব্য আদালতের আদেশ সোমবার বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের উপস্থিতিতে আদালতের পাশে স্থাপিত মাদক ধ্বংসের ড্রাম্পে ধ্বংস করা হয়েছে।

এসময় মামলা তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হকসহ আদালতের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
