নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রওশন এরশাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিছু লোক তার অসুস্থতার সুযোগ নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্য জাতীয় পার্টিকে দুর্বল করা।

আজ বুধবার সন্ধ্যায় ভারত সফর শেষে দেশে ফিরে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের কথাগুলো বলেন।

জিএম কাদের বলেন, রওশন এরশাদ আমার ভাবি। আমাদের সবচে বড় ভায়ের স্ত্রী। বড় ভাই হুসেইন মুহম্মদ এরশাদকে আমরা পিতার মতো দেখতাম। ভাবিকেও আমরা সব ভাইবোন সেভাবেই দেখি।

তার সঙ্গে আমার বিরোধের প্রশ্নই ওঠে না। একটি মহল মাঝে মাঝে গুজব রটিয়ে জাতীয় পার্টি সম্পর্কে নেতিবাচক ধারনা সৃষ্টি করতে চায়। এতে কোনো লাভ হবে না।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার গণমাধ্যমে ছড়িয়ে পড়ে রওশন এরশাদ জাতীয় পার্টি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।
রওশন এরশাদ নিজেই তো বিবৃতির কথা অস্বীকার করেছেন। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ নেতাবৃন্দ বিমানবন্দরে জিএম কাদেরকে স্বাগত জানান।