রেজাউল হাসান সাফিত,নকলা প্রতিনিধি:শেরপুর জেলার নকলা উপজেলায় বিদুৎতায়িত হয়ে হারেজ আলী (৬৬) নিহত
নিহত হারেজ আলী নকলা উপজেলার ধুকুড়িয়া এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
২৩ মে রবিবার বিকেলে ৩ টার দিকে হারেজ আলী ছায়ায় বিশ্রাম নিতে তার ছেলের বন্ধ থাকা দোকানের পাশে বসতে গেলে, দোকনে টানা ছিড়া তাড়ের সাথে জড়িয়ে নিহত হয়। পরিবার সূত্রে জানা গেছে, বিনাময়না তদন্তে মরদেহ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।