আব্দুল্লাহ আল-আমিন, নকলা সংবাদদাতা:শেরপুরের নকলায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরদিকে নকলা থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।

সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, যৌতুক নিরোধ বিষয়ে নির্দেশনা মূলক আলোচনা করা হয়। এছাড়াও বক্তারা মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, থানার পুলিশ সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।