বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন ফল আমদানি বন্ধ থাকার পর পুনরায় ফল আমদানি শুরু হয়েছে। অতিরিক্ত শুল্কারোপের কারণে বেনাপোলসহ সারা দেশের শুল্ক স্টেশন দিয়ে ফল আমদানি বন্ধ ছিল। এর ফলে সরকারের প্রায় এক শ কোটি টাকার রাজস্ব আয় কম হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরে ফল আমদানি শুরু হয়েছে।


বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে গত দুই দিন ফল আমদানি বন্ধ থাকায় দেশের বাজারগুলোতে ফলের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধি রোধে এবং সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে ব্যবসায়ীরা আবার ফল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তবে ফল আমদানিকারকদের দাবি, বর্ধিত শুল্ক আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার না করা হলে অনির্দিষ্টকালের জন্য দেশের সব শুল্ক স্টেশন দিয়ে ফল আমদানি বন্ধ রাখবেন বলে তারা জানিয়েছেন।
বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, দুই দিন বন্ধ থাকার পর আজ আবার ফল আমদানি শুরু হয়েছে।