মানিক দত্ত ঃ দেশজুড়ে চলমান সাধারণ চলাচলে নিষেধাজ্ঞাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে শেরপুর জেলা প্রশাসন।
২৫ এপ্রিল রবিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে শেরপুর জেলার জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর উপস্থিতিতে পবিত্র রমযান মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রতিবন্ধী, অটোরিক্সা চালক, সিএনজি চালক সহ বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চাল ডাল তেল আলু লবন ইত্যাদি বিতরণ করা হয়।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ জেলা প্রশাসনের এই ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন।