করোনা তুই জিবন টাই নষ্ট করে দিলি,
ফিরিয়ে দিতে পারবি কি,
নষ্ট সময় গুলোকে.?
হারিয়ে যওয়া মানুষ গুলোকে.?
তুই কি ফিরিয়ে দিতে পারবি,
হারানো ভালোবাসা.?
আর স্বপ্ন ইচ্ছা গুলোকে.?
কতো ঘর ভাঙ্গলো,
ভাঙ্গল স্বপ্ন আর আশারা।
তবুও সর্বনাশা করোনা তুই গেলি না।
চাস কি বল তো শুনি.?
পাচ্ছিস টা কি.?
কি এমন পৈশাচিক আনন্দ,
মানুষের আত্বনার্দে.?