ক্রীড়া প্রতিবেদক: সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তামিম ইকবাল খান। অবশেষে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল।
একদিনের ব্যবধানেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি।
শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার এ তথ্য নিশ্চিত করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে করে তামিম ইকবাল সাংবাদিকদেরকে জানান, প্রধানমন্ত্রী আমাকে ডাকেন এবং তার সাথে আমার মন খুলে আলোচনা হয়েছে। আমি আমার অবসরের যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি। আমি সকলকে না বলতে পারলেও একটি দেশের প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।
এর আগে, হুট করে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল খান। এরপর থেকেই শোনা যাচ্ছিল প্রধামন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তিনি।